রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

thumbnail

চাঁদপুর পল্লী বিদ্যুতে দুদকের অভিযান

চাঁদপুর পল্লী বিদ্যুতে দুদকের অভিযান:

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে নানা অনিয়মের অভিযোগে দুদক টিমের হানা। সমিতির হাজীগঞ্জ অফিসে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএমের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রদান, মিটার স্থাপন, অতিরিক্ত বিল আদায় ও গ্রাহক হয়রানির অভিযোগে কুমিল্লা জেলা দুদকের সমন্বিত টিম এ অভিযান চালায়।

২৬ নভেম্বর বৃহষ্পতিবার দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লার দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাফী মো. নাজমুস সাদাত এ অভিযান পরিচালনা করেন।

ছদ্মবেশে উপস্থিত হয়ে সেবা প্রত্যাশী গ্রাহকদের সঙ্গে কথা বলেন তিন। উপস্থিত কয়েকজন গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগ পেতে আবেদন করলেও বিদ্যুৎ অফিস থেকে কোন পদক্ষেপ না নেয়ায় এবং দীর্ঘ দিন যাবত হয়রানির শিকার হওয়ার কথা জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

পরে দুদক টিম চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিস পরিদর্শন করে ডিজিএমের সঙ্গে কথা বলেন এবং গ্রাহকদের অভিযোগ রেজিস্ট্রারের কপি সংগ্রহ করে পর্যালোচনা করেন।

অভিযান শেষে গ্রাহকদের নতুন বিদ্যুৎ সংযোগ, মিটার স্থাপন ও অতিরিক্ত বিল আদায় সংক্রান্ত বেশ কিছু অভিযোগ দীর্ঘদিন সমাধান না হওয়ায় উল্লিখিত অভিযোগসমূহ দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ¦ান জানান।

এ ছাড়া, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র পরবর্তীতে বিস্তারিত পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে বলেও জানা যায়।

এদিকে দুদকের এমন অভিযানে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের মাঝে টনক নড়তে দেখা যায়।

সংগ্রহেতি রিপোর্ট,,   
২৯ই নভেম্বর ২০২০

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

About

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.

সদস্য সংগ্রহ চলছে

 প্রিয় ফেনী বাসী ,মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই শ্লোগান কে ধারণ করে সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফেনী জেলার অধীনে সকল উপজে...